শিরোনাম
শহীদ ডা: মিলন দিবস রবিবার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ০৪:০৭
শহীদ ডা: মিলন দিবস রবিবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রবিবার নব্বইয়ের গণঅভ্যুত্থানে জীবন দেওয়া ডা. শামসুল আলম খান মিলনের ২৬তম শাহাদাতবার্ষিকী। ১৯৯০ সালের এই দিন স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে স্বৈরশাসকের লেলিয়ে দেয়া ঘাতকদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মমভাবে নিহত হন শহীদ ডাঃ শামসুল আলম খান মিলন। তিনি ছিলেন সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বি,এম,এ) যুগ্মসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক।


শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। তাঁর আত্মদান সে সময় চলমান আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়, আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনার মাত্র ১০ দিনের মাথায় ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে স্বৈরতন্ত্রের পতন হয়। দেশ যাত্রা শুরু করে গণতান্ত্রিক ধারায়।


ওইদিন থেকে প্রতিবছর ২৭ নভেম্বর ‘শহীদ ডাঃ মিলন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com