শিরোনাম
‘আসুন কিছু করি’র চতুর্থ ফ্রি মেডিক্যাল ক্যাম্প
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১০:০৯
‘আসুন কিছু করি’র চতুর্থ ফ্রি মেডিক্যাল ক্যাম্প
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে থাকা মানুষদের চিকিৎসাসেবা প্রদানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন ‘আসুন কিছু করি’। সম্প্রতি রাজধানীর দোলাইর পাড় উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্পের আয়োজন করা হয়।


এটি ছিল ‘আসুন কিছু করি’র পক্ষ থেকে চতুর্থ ফ্রি মেডিক্যাল ক্যাম্প। সংগঠনটি ৫১নং ওয়ার্ডের দোলাইপাড় এলাকার মানুষদের স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থার উন্নয়নে বিগত দুই বছর ধরে কাজ করে আসছে।


এবারের ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সাত জন ডাক্তার ও একজন কেমিস্ট প্রায় চার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রাথমিক সেবা প্রদান করেন; যাদের মধ্যে বেশিরভাই ছিলেন নারী, বয়স্ক ও শিশু। ডায়াবেটিক পরীক্ষা ও প্রাথমিক পরামর্শ, রক্ত পরীক্ষা করে গ্রুপ নির্ণয় ও রক্তে জীবাণু প্রতিরোধক পরামর্শ, মাথা ব্যথা, বুক ব্যথা এবং শারীরিক দুর্বলতায় আক্রান্তের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এই ক্যাম্পে।


মেডিক্যাল ক্যাম্পে আগত অতি দরিদ্র রোগীদের চিহ্নিত করে নিয়মিত (ফলোআপ) চিকিৎসা পরামর্শ দেয়ার ব্যবস্থা করা হয়।


বিবার্তা/কামরুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com