শিরোনাম
ইতিহাসের এই দিনে: ৮ জুন
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১২:৫৮
ইতিহাসের এই দিনে: ৮ জুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণে আজকের আয়োজন।


আজ ৮ জুন ২০১৮, মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৯ তম দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।


দিবস


আজ আন্তর্জাতিক মহাসাগর দিবস। ১৯৯২ সাল থেকে এই দিবস পালন শুরু হয়। এ বছর ব্রাজিলের রিও ডি জেনেরোতে সংঘটিত ধরিত্রী সম্মেলনে এই সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৮ সালের পর জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।


ঘটনাবলী


১৬৫৮ - পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে পাঁচ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন।


১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।


১৮৩০ - জার্মান আবিস্কারক কামবোর্জ দিয়াশলাই আবিস্কার করেন।


১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।


১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।


১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।


১৯৮৮ - নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।


১৯৯০ - ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত হন।


জন্মদিন


ফ্রান্সিস ক্রিক (১৯১৬ - ২০০৪)


ড. ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক, ওএম, এফআরএস একজন ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী। তিনি ১৯৫৩ সালে ডিএনএ অণুর গঠনের ৪ জন আবিষ্কারকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হিসাবে সর্বাধিক পরিচিতি লাভ করেন। তিনি ১৯৬২ সালে শারীরতত্ত্ব অথবা ভেষজবিদ্যা শাখায় নোবেল পুরস্কারে ভূষিত হন।


টিম বার্নার্স-লি (১৯৫৫ - বর্তমান)


স্যার টিম বার্নার্স-লি’র ডাক নাম ‘টিমবিএল’। যিনি পেশায় একজন ব্রিটিশ পদার্থবিদ, কম্পিউটার বিজ্ঞানী এবং এমআইটি অধ্যাপক। তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবেই টিম বেশি জনপ্রিয়। টিমের লক্ষ ছিল কীভাবে একটি কম্পিউটারে তথ্য রেখে তা অন্য কম্পিউটার থেকে একসেস করা যায়। এই ধারণা থেকেই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভব। বর্তমানে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফাউন্ডেশনের ডিরেক্টর পদে অধিষ্ঠিত আছেন।


মৃত্যুবার্ষিকী


আব্রাহাম মাসলো (১৯০৮ - ১৯৭০)


আব্রাহাম মাসলো একজন মার্কিন মনোবিজ্ঞানী। মানুষের চাহিদার ঊধ্বর্গামী শ্রেণীবিন্যাসের জন্য তিনি একটি তত্ত্ব পেশ করেন যার কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। এই তত্ত্ব ‘নিডস্‌ হায়ারার্কি থিওরি অব মোটিভেশন’ নামে সুপরিচিত।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com