শিরোনাম
বাইসাইকেল দিবসে ঢাবিতে সাইক্লিং
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৩:৩৩
বাইসাইকেল দিবসে ঢাবিতে সাইক্লিং
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশসহ সারা বিশ্বে একই দিনে ঢাবি’তে পালিত হলো জাতিসংঘ ঘোষিত বিশ্ব বাই সাইকেল দিবস। জাতিসংঘ কতৃর্ক ১২ এপ্রিল ২০১৮ অনুষ্ঠিত ৭২তম নিয়মিত অধিবেশনে এই সিদ্ধান্ত গৃহিত হয় যে, “৩ জুন বিশ্ব বাইসাইকেল দিবস”। এটি বিশ্বের সাইক্লিষ্টদের জন্য সুখবর।



বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস এক বিবৃতিতে জাতিসংঘের ৭২ তম অধিবেশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ২০১০ সাল থেকে “বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ” একমাত্র বাংলাদেশী সংগঠন যারা সাইক্লিষ্টদের অধিকার সুরক্ষায় বাই সাইকেল দিবস, বিশ্ব সাইক্লিং দিবস, সাইকেল লেন দিবসটি ধারাবাহিকভাবে প্রতি বছর দাবি ও পালন করে আসছে। আজকেরএই সাফল্যের সাথে আমরা আরও দুটি দিবস বাস্তবায়নের দাবিজানাই। দেশের সকল সাক্লিস্টদের সমন্ময়ে “World Bicycle Day ২০১৮” বিশ্বে প্রথম বারের মত একই দিনে বাংলাদেশে হ্যাপী বিশ্ব বাইসাইকেল ডে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন, বর্ণাঢ্য সাইকেল র‌্যালী, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভপতি, আমিনুল ইসলাম টুব্বুস।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। শোভাযাত্রায় শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. ইনামুল হক, একুশে পদকপ্রাপ্ত, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাকিবুলএহসান (ব্র্যান্ড ম্যানেজার) প্রাণ এন্ড আর, এফ,এল, গ্রুপ, মোঃ ফকরুল হোসেন, ব্যবস্থাপক, ব্রেন এন্ড লাইফ হসপিটাল, অ্যাডভোকেট আফরোজ পারভীন সিলভী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, প্রকৌ. অদ্রিকা এষণা পূর্বাশা, সভাপতি, এস এফ এস-এর প্রতিষ্ঠাতা, আরিফ আহম্মেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, আলী নিয়ামত, তানজীম এলাহী, উৎসব আহবায়ক, মুহাম্মাদ মাহমুদুলহাসান, সভাপতি, ঢাবি সাইক্লিং, রাকিবুল হাসান সেলিম, সমন্ময়ক, বাংলাদেশ সাধারন ছাত্র পরিষদ, কবি আতিক হেলাল, এ্যাড. নাজনীন নাহার নিরুপা তিথী, আলম আহমেদ ইমন, সহ দেশের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com