শিরোনাম
ইতিহাসের এই দিনে: ১ জুন
প্রকাশ : ০১ জুন ২০১৮, ১১:১৬
ইতিহাসের এই দিনে: ১ জুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহলউদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলোকে স্মরণে আজকের আয়োজন।


আজ ১ জুন ২০১৮,শুক্রবার ১৮ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা।


ঘটনাবলী


১৭৮৫ - ইতিহাসের এই দিনে অবিভক্ত ভারতের প্রথম বীমা কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স চালু।


১৭৮৬ - ইতিহাসের এই দিনে আলেকজান্ডার ডেভিনসন কর্তৃক মাদ্রাজে জেনারেল পোস্ট অফিস চালু।


১৮৩১ - ইতিহাসের এই দিনে দৈনিক ইস্ট ইন্ডিয়া পত্রিকা প্রকাশ।


১৮৭৪ - ইতিহাসের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত ঘোষণা।


১৯০৬ - ইতিহাসের এই দিনে কবি, প্রাবন্ধিক ও ছান্দসিক আবদুল কাদিরের জন্ম।


১৯২৩ খ্রিস্টাব্দের এ দিনে জাপানের রাজধানী টোকিওতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিলো।


১৯২৬ - ইতিহাসের এই দিনে মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী মেরিলিন মনরোর জন্ম হয় লস অ্যাঞ্জেলেসে।


১৯৪১ - ইতিহাসের এই দিনে গ্রীসে জার্মানির মিত্রপক্ষের শেষ শক্তিশালী ঘাটি ক্রিট দ্বীপের পতন ঘটে।


১৯৫৫ - ইতিহাসের এই দিনে ভারতে অস্পৃশ্য নিরোধ আইন চালু।


১৯৬১ - ইতিহাসের এই দিনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।


১৯৬৯ - ইতিহাসের এই দিনেদৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়ার মৃত্যু।


১৯৮০ - ইতিহাসের এই দিনে কেব্ল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) সম্প্রচার শুরু হয়।


১৯৮১ - ইতিহাসের এই দিনে জেনারেল মঞ্জুরকে হত্যা করা হয়।


১৯৯০ - ইতিহাসের এই দিনে জর্জ এইচ ডবি্লউ বুশ ও মিখাইল গর্বাচভ রাসায়নিক অস্ত্রবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন।


১৯৯৩ - ইতিহাসের এই দিনেবাংলাদেশে প্রাথমিক শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দান।


১৯৯৮- ইতিহাসের এই দিনে ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু ব্রজেন দাশের মৃত্যু।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com