শিরোনাম
মাদক নির্মূলে সহায়তা করবে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন
প্রকাশ : ৩০ মে ২০১৮, ২৩:৫৭
মাদক নির্মূলে সহায়তা করবে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশকে মাদকমুক্ত করতে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান আরিফুর রহমান দোলন। বুধবার বুধবার রাজধানীর গুলশানে একটি ইফতার মাহফিলে তিনি বলেন, ‘এখন সারা দেশে যেভাবে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এতে মাদক নির্মূলে আমাদের ‘আলফাডাঙ্গা উন্নয়ন পথরেখা’ একটি ভূমিকা রাখতে পারে। কাঞ্চন মু্ন্সি ফাউন্ডেশন এ ক্ষেত্রে সবধরনের সহায়তা করবে।’


‘আলফাডাঙ্গা উন্নয়ন পথরেখা (টগরবন্দ ইউনিয়ন)’ এর আয়োজনে ওই ইফতার মাহফিলে তিনি জানান, তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সামাজিক অবক্ষয় থেকে ফেরাতে কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এজন্য কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার পরিচালনা, বিভিন্ন চোখের রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ অব্যাহত রয়েছে।


‘আলফাডাঙ্গা উন্নয়ন পথরেখা (টগরবন্দ ইউনিয়ন)’ এর পৃষ্ঠপোষক দোলন বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সুস্থ সংস্কৃতির চর্চা, দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে কাজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছেন তাতে আমাদের সহযোগিতা করতে হবে।’


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com