শিরোনাম
‘তামাক নিয়ন্ত্রণ পদক’ প্রদান
প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৭:৩২
‘তামাক নিয়ন্ত্রণ পদক’ প্রদান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকা আহছানিয়া মিশন এবং প্রকাশনা/গবেষণা ক্যাটাগরিতে ডা. মো. মোস্তফা জামান জাতীয় তামাক বিরোধী প্ল্যাটফর্ম প্রবর্তিত ‘তামাক নিয়ন্ত্রণ পদক-২০১৮’ পেলেন।


এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর সভাপতি ও জাতীয় তামাকবিরোধী প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য খাতে সরকার কর্তৃক গৃহীত নানা উদ্যোগ ও সফলতার কথা তুলে ধরেন।


বিশেষ অতিথি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিক তামাককে জাতীয় অভিশাপ উল্লেখ করে বলেন, অর্থনৈতিক উন্নতি অর্জন এবং তা ধরে রাখতে হলে দেশকে তামাক নামক অভিশাপ থেকে মুক্ত করতে হবে।


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com