শিরোনাম
ধানমণ্ডি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৩ দিনের বইমেলা
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৬, ১৫:৫০
ধানমণ্ডি ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৩ দিনের বইমেলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী ২১ নভেম্বর সোমবার সকাল ১০টায় ‘কৈশোর তারুণ্যে বই’-এর উদ্যোগে ধানমণ্ডি ৫ নম্বর রোডে অবস্থিত ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইস্টার্ন ইউনিভার্সিটি রাইটার্স ফোরাম ও ইস্টার্ন ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ ক্লাবের যৌথ আয়োজনে তিন দিনের এক বইমেলা শুরু হচ্ছে। বইমেলা উদ্বোধন করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এসময় উপস্থিত থাকবেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ফ্যাকাল্টি অব আর্টসের ডিন প্রফেসর কাশীনাথ রায়, সাংবাদিক তুষার আবদুল্লাহ, প্রকাশক এ. কে. নাছির আহমেদ সেলিম, ফরিদ আহমেদ, সৈয়দ জাকির হোসাইন প্রমুখ।


বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।


ক্লাসরুমের পাশে বই নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কৈশোর তারুণ্যে বইয়ের উদ্যোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এটি প্রথম আয়োজন। ইতোমধ্যে কৈশোর তারুণ্যে বই আয়োজন করেছে ঢাকা ও ঢাকার বাইরে আরও ছয়টি বইমেলা।


মেলায় শিশু-কিশোরদের বিপুল বইসহ দেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের যৌথ অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের বইপড়া ও নিজের গল্প বলার আয়োজনসহ নানা কর্মসূচি রয়েছে।


অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে অনন্যা, অ্যাডর্ন পাবলিকেশন, ইকরিমিকরি, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলী প্রকাশনী, জাগৃতি প্রকাশনী, পাললিক সৌরভ, প্রতীক প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, বেঙ্গল পাবলিকেশন্স, লেখালেখি প্রকাশন, সময় প্রকাশন ও সংহতি প্রকাশন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com