শিরোনাম
একটা কাটলে ২০টা গাছ লাগানো উচিত : মাশরাফি
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ১৮:১৩
একটা কাটলে ২০টা গাছ লাগানো উচিত : মাশরাফি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা বলেছেন, কেউ একটা গাছ কাটলে তার বিশটা গাছ লাগানো উচিত উচিত। অকারণে কারো গাছ কাটা উচিত নয়।


মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান মিলনায়তনে ‘সবুজ পরিবেশ আন্দোলন’ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাশরাফি এ মন্তব্য করেন।


মাশরাফি বলেন, ‘গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ কাজ। গাছ যে জীবন বাঁচায় এটা তো অনেক আগে সবাই শুনেছেন। আমিও দেখেছি গাছ কেটে অনেকের পরিবারের চিকিৎসাও হয়েছে। অনেকের পরিবারের ছেলে মেয়েদের বিয়ে গাছ কেটে দিতেও দেখেছি।


মাশরাফি দুঃখ প্রকাশ করে বলেন, আজকে গাছ কেটে রাস্তা বানানো হচ্ছে, গাছ কেটে বাড়ি ওঠানো হচ্ছে, গাছ কেটে সবকিছু শেষ করছি আমরা। অথচ একটা গাছ বড় হতে ২০-৩০ বছরেরও বেশি সময় লাগে। আর এ গাছটাকে এক মুহূর্তে আমরা নিঃশেষ করে দিচ্ছি!


পরিবেশ রক্ষায় মাশরাফি তাঁর নড়াইল এলাকায় বিচিত্র কর্মসূচি হাতে নিয়েছেন বলেও জানান অনুষ্ঠানে।


ফেসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে প্রচলিত মাধ্যমের নাম ফেসবুক। ফেসবুকে আপনারা ভালো কাজগুলো বেশি প্রচার করবেন। পরিবেশবান্ধব বিষয়গুলো ফুটিয়ে তুলবেন।


সবুজ আন্দোলনের কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ভালো কাজ করতে গেলে সমালোচনা আসতেই পারে। তাই বলে আপনাদের পিছু হটলে চলবে না। আপনারা যখন পরিবেশ রক্ষার্থে ময়লা -আবর্জনা কুঁড়াবেন, তখন আপনাদেরকে অনেকে পাগল বলবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে। তাই বলে থেমে থাকলে চলবে না। একদিন সমালোচনাকারীরা নিজের ভুল বুঝতে পেরে আপনাদেরকে সহযোগিতা করবে।


‘সবুজ পরিবেশ আন্দোলন’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমেদ।


উদ্বোধনের পরে সবুজ পরিবেশ আন্দোলনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর নৃত্য পরিবেশিত হয়। নৃত্যের পরে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আলোচনা সভায় দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সৈয়দ শকুর আলী শুভ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পরিবেশ আন্দোলনের সমন্বয়ক দেলোয়ার হোসেন।


উল্লেখ্য, সবুজ পরিবেশ আন্দোলনের এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির সারাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/কাফী


>>‘সবুজ পরিবেশ আন্দোলন’-এর আত্মপ্রকাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com