শিরোনাম
শক্তিশালী নির্বাচন কমিশন চায় ইইউ
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ২৩:০৯
শক্তিশালী নির্বাচন কমিশন চায় ইইউ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে সবার অংশগ্রহণে নির্বাচন চায় ইউরোপীয় পার্লামেন্ট।


সংস্থাটি বাংলাদেশের আগামী নির্বাচন সামনে রেখে শক্তিশালী একটি নির্বাচন কমিশন গঠনের কথা বলছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত ওই নতুন নির্বাচন কমিশনটি এমন হতে হবে, যাতে বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে ভোটারদের আস্থা থাকবে।


বৃহস্পতিবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির এক প্রতিনিধিদল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আগামী নির্বাচন কমিশন নিয়ে তাদের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। গণতন্ত্রকে শক্তিশালী করার স্বার্থে আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করার কথাও তারা বলেছে।


চার দিনের বাংলাদেশ সফরের শেষ প্রান্তে এসে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদলটি ঢাকায় ইইউ দূতাবাসে সংবাদ সম্মেলন করে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com