শিরোনাম
সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত ২৬ এসএসসি পরীক্ষার্থী, আহত ৬১
প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ১৩:৩২
সড়ক দুর্ঘটনায় সারা দেশে নিহত ২৬ এসএসসি পরীক্ষার্থী, আহত ৬১
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছে। এছাড়াও রেলপথে একজন ও নৌকাডুবিতে একজনসহ সর্বমোট ২৬ জন নিহত হয়েছে।


বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল সোমবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে।


যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনা রোধে কিছু সুপারিশ করেছে। এগুলো হলো-
১। প্রতিটি স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক সভা করা।
২। একই ইউনিয়ন বা ওয়ার্ডের মধ্যে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা।
৩। পরীক্ষার্থীদের কেন্দ্র যাতায়াতের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যানবাহনের ব্যবস্থা করা।
৪। যেসব স্কুলে ছাত্র-ছাত্রী বেশি সেই সব স্কুলে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা।
৫। মোটর বাইক, ইজিবাইক, নছিমন-করিমনে পরীক্ষার্থী বহন নিষিদ্ধ করা। - বিজ্ঞপ্তি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com