শিরোনাম
প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৭
প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন-এটুআই প্রোগ্রামের সমঝোতা স্মারক স্বাক্ষর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এর মধ্যে মঙ্গলবার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।


বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকের (প্রশাসন) কক্ষে এ অনুষ্ঠান হয়।


জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানম ও অন্যদিকে এটুআই প্রোগ্রামের পক্ষে প্রকল্প পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।


উল্লেখ্য, এটুআই সার্ভিস ইনোভেশন ফান্ডের আওতায় ৮ রাউন্ডে ১৩৩টি প্রকল্প পুরষ্কৃত হয়েছে। এরমধ্যে প্রতিবন্ধিতা বিষয়ক প্রকল্পের সংখ্যা ১৪টি। এ সব প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিতকরণ ও পরবর্তী স্কেলআপ, সারা দেশের প্রতিবন্ধী সংক্রান্ত উদ্ভাবন নিয়ে প্রয়োজনীয় গবেষণা ও এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকরণ, এটুআই প্রোগ্রামের উদ্যোগে গৃহীত ডিজেবিলিটি ইনোভেশন ল্যাবের কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় সাধন, প্রতিবন্ধী সেক্টরের জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাসমূহ চিহ্নিত করে সেখানে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ইত্যাদি উদ্যোগে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকবৃন্দ এবং এটুআই প্রোগ্রামের কর্মকর্তারা।

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com