শিরোনাম
তামাকের বিরুদ্ধে ওমানের লড়াই
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৬
তামাকের বিরুদ্ধে ওমানের লড়াই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওমানে তামাক পণ্যের ওপর কর বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। দেশটির ইংরেজি দৈনিক পত্রিকা ''টাইমস অব ওমান''-এর উদ্ধৃতি দিয়ে ''আরব নিউজ'' এ খবর দিয়েছে।


খবরে বলা হয়, ওমানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকার যে নতুন বহুমুখী পরিকল্পনা নিয়েছে তারই অংশ হিসেবে এ করবৃদ্ধি করা হচ্ছে। আর মানবস্বাস্থ্যের প্রতি প্রাথমিক যে পাঁচ ঝুঁকিকে এখানে অগ্রাধিকার দেয়া হচ্ছে, তামাক তার শীর্ষে।


ওমানে বর্তমানে প্রতি প্যাকেট সিগারেটের দাম ২.৭ মার্কিন ডলার। দাম বাড়ালে সেটা দাঁড়াবে সর্বোচ্চ ৯ ডলারে। এর আগে ২০১৬ সালেও ওমান সিগারেটের দাম ১০০ ভাগ বাড়িয়ে দেয়।


একজন কর্মকর্তা বলেন, আমাদের কিছু পরিকল্পনা আছে। এর একটি হলো, জনসচেতনতা বৃদ্ধি, অন্যটি, আইন করে বদ্ধ স্থানে ধূমপান সীমিত করা। এরপর হলো ধূমপান পণ্যের ওপর কর বাড়িয়ে দেয়া। সবগুলো ব্যবস্থা মিলে ধূমপানকে কঠিন করে দেবে। যেমন আপনি যদি সচেতন হন যে ধূমপান করলে আপনার হৃদরোগ ও ক্যান্সারের মতো কঠিন ব্যাধি হতে পারে, তখন আপনি সিগারেটে আগুন জ্বালানোর আগেই একবার, দু'বার, তিনবার ভাববেন।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com