শিরোনাম
স্বীকৃতি পেল ‘অগ্রণী সাহিত্য ও সাংস্কৃতিক সমাবেশ’
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৫৬
স্বীকৃতি পেল ‘অগ্রণী সাহিত্য ও সাংস্কৃতিক সমাবেশ’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘অগ্রণী সাহিত্য ও সাংস্কৃতিক সমাবেশ” (অসাসাস) স্বীকৃতি দিয়েছে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত্ ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম। বাংলা একাডেমির শহীদুল্লাহ ভবনের কবি শামসুর রহমান সেমিনার কক্ষে অসাসাসের ১১ লেখকের ১৩ টি (কবিতা, গল্প ও উপন্যাস) বইয়ের মোড়ক উন্মাচন করা হয়েছে।


বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাহিত্য চর্চার সুযোগ এই প্রথম। এটি সাহিত্য ও মননচীলতার চর্চার উদ্যোগ বলে ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন।



মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অগ্রণী সাহিত্য ও সাংস্কৃতিক সমাবেশের ২৬ সদস্য বিশিষ্ট একটি কমিটিকেও অনুমোদন করা হয়েছে। এর সভাপতি মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক কবি মফিজুল হক।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ও আলী হোসেন প্রধানিয়া এবং নির্বাহী ও উর্ধ্বতন কর্মকর্তারা।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com