শিরোনাম
হামলাকারীদের গ্রেফতারের দাবি করেছে ঢাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৩
হামলাকারীদের গ্রেফতারের দাবি করেছে ঢাবি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরী করার জন্য উপাচার্যকে অবরুদ্ধ, অপদস্থ ও কার্যালয় ঘেরাও, সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ ভাই-বোনদের উপর নারকীয়ভাবে হামলার অপরাধে বাম-ছাত্রদল-শিবিরদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।


সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


তিনি বলেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি শিবির-ছাত্রদল এখন বাম সংগঠনগুলোর ব্যানারে শান্তিপূর্ণ ক্যাম্পাসে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরীর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। গতকালের ঘটনা ছিলো এর ধারাবাহিক অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবককে অপদস্থ, সাধারণ শিক্ষার্থী ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দের উপর বাম-শিবির-ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক যে নারকীয় হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মু্ক্তিযোদ্ধার সন্তানরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু ও সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই। হামলাকারী বাম-শিবির-ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তীব্র আন্দোলন গড়ে তুলবে।"


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com