শিরোনাম
ইতিহাসের এই দিনে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০১৮, ১৩:২৩
ইতিহাসের এই দিনে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ ১৭ জানুয়ারি,বুধবার, ২০১৮।০৪ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা


১৯৪৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন


১৯৬১ - কঙ্গোর জননায়ক প্যাট্রিস লুমুম্বা নিহত হন।
জন্ম


১৭০৬ - বেঞ্জামিন ফ্রাংকলিন, মার্কিন সাংবাদিক, রাজনীতিজ্ঞ ও বিজ্ঞানী।


১৮৬৩ - ডেভিড লয়েড জর্জ, ব্রিটিশ রাজনীতিবিদ।


১৮৬৩ - রুশ অভিনেতা, নাট্যকার ও পরিচালক কনস্তানতিন স্তানিস্লাভস্কি।


১৯৪২ - মোহাম্মদ আলী, বিশ্ববিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা। স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ও বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করে।


১৯৪৫ - জাভেদ আখতার, ভারতীয় কবি, গীতিকার।


১৯৬২ - জিম ক্যারি, কানাডিয়ান বংশোদ্ভুত মার্কিন অভিনেতা।


মৃত্যু


১৯৭৮ - মুজাফফর আহমদ চৌধুরী, শিক্ষাবিদ ও জাতীয়তাবাদী তাত্ত্বিক।


১৮৯৩ - রাদারফোর্ড বি. হেইজ্, মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রপতি।


২০১০ - জ্যোতি বসু, ভারতীয় বাঙালি কমিউনিস্ট নেতা, পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী।


২০১৪- সুচিত্রা সেন, কিংবদন্তি বাঙালি অভিনেত্রী। ১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির পাবনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে সুচিত্রা সেন খ্যাতি অর্জন করেন। ১৯৫৫ সালের দেবদাস ছবির জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জেতেন। ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন ‘সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস’ জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক


চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। ১৯৭২ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। ২০১৪ সালের ১৭ জানুয়ারি কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়।


২০১৫ - গোবিন্দ হালদার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com