শিরোনাম
বিএসপিপির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৫:০২
বিএসপিপির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সোসাইটি ফর ফার্মাসিউটিক্যাল প্রফেশনালস (বিএসপিপি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সেমিনার ২রা ডিসেম্বর ২০১৭ তারিখে কৃষিবিদ ইনষ্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ঔষধ শিল্প সমিতির সাধারন সম্পাদক শফিউজ্জামান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ইশতিয়াক মাহমুদ।


বিএসপিপি মূলত ফার্মাসি প্রফেশন এর বাইরে ঔষধ কোম্পানিতে অন্যান্য প্রফেশনে যারা কাজ করছেন যেমন কেমিষ্ট, বায়োকেমিষ্ট, মাইক্রোবায়োলজিষ্টও অন্যান্য বিষয়ের পেশাজীবী তাদের সংগঠন।


বর্তমানে বাংলাদেশে প্রায় ২৫০টির মত ঔষধ কোম্পানি রয়েছে যাদের ঔষধ দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। বিএসপিপির সদস্য সংখ্যা প্রায় ১৫০০ এর উপর। সংগঠনের সদস্যদের মূল লক্ষ্যই হচ্ছে গুনগত মান সম্পন্ন নিরাপদ ঔষধ তৈরি করা। এ লক্ষ্য সামনে রেখেই সংগঠন তার সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ ও তাদের পেশাগত স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে যাচ্ছে।


সংগঠনটি মনে করে, বিজ্ঞানের উন্নতির সাথে সাথে দেশের ঔষধ শিল্পেও নতুন নতুন প্রযুক্তির সাহায্যে নতুন ঔষধ আসছে। জীব প্রযুক্তির ব্যবহারেই বায়োফার্মাসিটিক্যালস (Biopharmaceuticals) তেমনি এক ধরনের ঔষধ। সামনের দিনগুলোতে বাংলাদেশের বাজারে তারা অনেক নতুন প্রযুক্তির ঔষধ দেখাতে পারবে। এ ব্যাপারে জনবল তৈরিতে সংগঠন অনেক কর্মসূচি প্রণয়ন করবে বলে জানানো হয়। Active Pharmaceutical Ingredients (API) নিয়েও সরকারের কাছে সংগঠন সুপারিশ পাঠাবে।


সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মো. রবিউল ইসলাম। সংগঠনটি ২০১৮-২০২০ সময়ের জন্য অধ্যাপক ইশতিয়াক মাহমুদকে সভাপতি ও জাওয়াইদ ইয়াহিয়াকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com