শিরোনাম
পুলিশ সুপারের উদ্যোগে সিরাজনগর বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ১৯:০৪
পুলিশ সুপারের উদ্যোগে সিরাজনগর বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানের উদ্যোগে সম্প্রতি কেরানীগঞ্জ উপজেলার সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে মাদক, জঙ্গীবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় পুলিশ সুপার বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর সঙ্গে মাদক, জঙ্গী দমন, বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়ে আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করেন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদেরও একদিন দেশকে নেতৃত্ব দিতে হবে।


এসময় তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেয়ার জন্য বিদ্যালয়ে একটি কম্পিউটার দেয়ার ঘোষণা দেন।


আজ মঙ্গলবার মো. বাবলু হোসেন প্রধান শিক্ষক হিসেবে পুলিশ সুপারের কাছ থেকে কম্পিউটার গ্রহণ করেন।


এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুম মিয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com