শিরোনাম
‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৭, ১২:৩৫
‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’- এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে।


শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয় দিনটি। ইউনেস্কো শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’!


বিশ্বের ১০০টির মতো দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।


ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে।


বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি এ বছর ১৮ অক্টোবর দিবসটি পালন করবে বলে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে।


বিবার্তা/মানিক/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com