শিরোনাম
বন্যার্তদের সাহায্যার্থে বইমেলা
প্রকাশ : ২২ আগস্ট ২০১৭, ২১:৪৭
বন্যার্তদের সাহায্যার্থে বইমেলা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিগন্তবিস্তৃত পানি। তার মধ্যে গলা উঁচিয়ে আছে মানুষ, তারও চেয়ে উঁচুতে নিজের সন্তান আর প্রিয় গৃহপালিত পশুটিকে ধরে। এই ভালোবাসা শুধু মানুষের পক্ষেই সম্ভব। এভাবেই মানুষের বিপদে এগিয়ে আসে মানুষ, করুণ দৃশ্যগুলোও হয়ে ওঠে স্বর্গীয়।


বন্যার এই মহাবিপজ্জনক সময়ে কয়েক তরুণের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বইমেলা। আগামী ২৫ আগস্ট, শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা শাহবাগে এ মেলা হবে। মেলায় বই বিক্রয়লব্ধ পুরো অর্থ দুর্গত অঞ্চলে বন্যার্তদের মাঝে পৌঁছে দেয়া হবে।


বইমেলার আয়োজক হলেন জগলুল হায়দার, আশরাফ জুয়েল, রাসেল রায়হান, জব্বার আল নাঈম, কাদের বাবু ও মামুন সারওয়ার।


আয়োজকরা জানান, ইতোমধ্যে তাদের আহ্বানে সাড়া দিয়ে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কিছু লেখক ও প্রকাশনী।


প্রকাশনীগুলো হলো- ঐতিহ্য, বিশ্বসাহিত্য ভবন, বাবুই, দেশ পাবলিকেশন, বাঙালি, অমর প্রকাশনী, সিদ্দিকীয়া পাবলিকেশন্স, পঙ্খিরাজ, পরিবার পাবলিকেশন্স, ইনভেলাপ, কালো, ছায়াবীথি, জেব্রাক্রসিং, তৃতীয় চোখ, পূর্বপশ্চিম, লাটাই, ছড়া আনন্দ।


বিবার্তা/বিজ্ঞপ্তি/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com