শিরোনাম
এসিআইই’র সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৭, ২২:২৫
এসিআইই’র সেমিনার অনুষ্ঠিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন বাংলাদেশ (এসিআইই) এর উদ্যোগে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, ভবিষ্যত করণীয় ও একীভূত শিক্ষা বিষয়ক ফলোআপ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই) বাংলাদেশ এর উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাথমিক গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ উজ-জামান প্রধান অতিথি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক সৈয়দা তাহমিনা আক্তার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর পরিচালক মো. দেলোয়ার হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


সেমিনারে বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা, ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা ও একীভূত শিক্ষা বাস্তবায়ন সংক্রান্ত করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।



বিবার্তা/বিজ্ঞপ্তি/আমিরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com