শিরোনাম
ট্রেনের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
প্রকাশ : ০৮ জুলাই ২০১৭, ১১:৫৬
ট্রেনের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় আবু তাহের (৪২) নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৮টার দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত আবু তাহের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দেওল সরদার গ্রামের আবু বকরের ছেলে। তিনি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে ঢাকায় এসেছিলেন।


ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ‘তাহের নীলফামারী জেলায় ফায়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। পদোন্নতির জন্য পরীক্ষা দিতে আজই তিনি ঢাকায় এসেছিলেন। ক্যান্টনমেন্ট স্টেশনে নামার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’


ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com