শিরোনাম
টাকার বিনিময়ে জেলে থাকার সুযোগ!
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ১৯:০০
টাকার বিনিময়ে জেলে থাকার সুযোগ!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারাগারের ভেতরের জীবন সম্পর্কে কম-বেশি সবারই কৌতূহল থাকে। বন্দীরা কীভাবে দিন কাটায়। কেমন তাদের জীবন-যাত্রা...ইত্যাদি। এখন থেকে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে এ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যে কেউ।


শুক্রবার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।


তিনি বলেন, 'ফিল ফর প্রিজন' প্রজেক্টের আওতায় শিগগিরই সাধারণ মানুষ একজন কারাবন্দির মতো কারাগারে থাকতে পারবেন। এজন্য পুরাতন কারাগার ভবনকে প্রস্তুত করা হবে।


তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই পুরাতন কারাগার ভবন পরিদর্শন আসবেন। তিনি পরিদর্শনের ১৫ দিন পর থেকেই ফিল ফর প্রিজন প্রজেক্টের কাজ শুরু হবে।


জেল হত্যা দিবস উপলক্ষে পাঁচ দিনের (১ থেকে ৫ নভেম্বর) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ উপলক্ষে শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


কর্মসূচির মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী 'সংগ্রামী জীবনযাত্রা', ভিডিও প্রদর্শনী, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল।


প্রদর্শনীর টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। প্রদর্শনী থেকে প্রাপ্ত আয় কারাগারের বন্দি মায়েদের শিশুদের বিনোদন ও খেলার সরঞ্জামাদি কেনায় ব্যয় হবে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com