শিরোনাম
''যতদিন এ দেশে সিগারেট থাকবে, ততদিন বিড়িও থাকবে''
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৭:৪০
''যতদিন এ দেশে সিগারেট থাকবে, ততদিন বিড়িও থাকবে''
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

''দুই বছরের মধ্যে বিড়ি তুলে দিতে চাই'' - অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতিবাদে ২৩ মে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে।


সমাবেশে বক্তরা বলেন, যতদিন এ দেশে সিগারেট থাকবে ততদিন বিড়িও থাকবে। কারণ, বিড়ি এ দেশেরই গরীব মানুষ তৈরি করে।


বিড়িশ্রমিক নেতারা বলেন, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে বিড়িকে সম্পূর্ণ করমুক্ত রেখে নিম্নস্তরের সিগারেটের ওপর কর বৃদ্ধি করে শিল্প রক্ষা ও শ্রমিকদের কর্মস্থানের নিশ্চয়তা রাখতে হবে।


এদিকে একই দাবিতে সিলেটে অর্থমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেছে বিড়িশ্রমিকরা। এছাড়াও কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ভৈরব, কুষ্টিয়া, খুলনা, টাংগাইল, বগুড়া, গাইবান্ধা, পটুয়াখালি, বরিশাল, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিড়িশ্রমিকরা। এসময় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com