শিরোনাম
এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৬:১৭
এনবিআরের সামনে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রীর আপত্তিকর বক্তব্য ও ''বৈষম্যমূলক'' শুল্কনীতির প্রতিবাদে রবিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে বিড়ি শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।


এতে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আমিন উদ্দিন বিএসসি, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, বরিশাল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি লোকমান হোসেন ও পাবনা জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি হারিক হোসেন।


বক্তারা বলেন, বৈষম্যমূলক শুল্কনীতির ফলে গত কয়েক বছরে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছে। বন্ধ হয়েছে শতাধিক কারখানা। এসব শ্রমিকের বেশির ভাগই নদীভাঙ্গন এলাকার দরিদ্র মানুষ কিংবা স্বামী-পরিত্যক্ত মহিলা। এদের বিকল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না করে প্রতি বছর বাজেটে বিড়ির ওপর শুল্ক বাড়িয়ে দেয়া হচ্ছে। ফলে মালিকরা চালাতে না পেরে কারখানা বন্ধ করে দিচ্ছে। বেকার হচ্ছে আরো শ্রমিক। কিন্তু বাজেটে সিগারেটের ওপর নাম মাত্র শুল্ক বসানো হচ্ছে।


বক্তারা আরো বলেন, এই পরিস্থিতিতে অর্থমন্ত্রী বলেছেন,দুই বছরের মধ্যে বিড়ির কোনো অস্তিত্ব রাখা হবে না। এই কথার মাধ্যমে তিনি সিগারেটের পক্ষ নিয়েছেন। তিনি তামাক বন্ধের কথা না বলে বিড়ি বন্ধের কথা বলে ২৫ লাখ শ্রমিকের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন। আমরা তাঁরএই কথার এবং বৈষম্যমূলক কর নীতির নিন্দা জানাই।


বক্তারা বাজেটে বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক না বসানোরও আহবান জানান।


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com