শিরোনাম
বাংলাদেশকে ৫০ টন খেজুর দিয়েছে সৌদি
প্রকাশ : ১৬ মে ২০১৭, ০৫:২৪
বাংলাদেশকে ৫০ টন খেজুর দিয়েছে সৌদি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশের গরিব মানুষদের বিতরণের জন্য ৫০ টন খেজুর দিয়েছে সৌদি সরকার। সোমবার সচিবালয়ে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামালের কাছে খেজুর হস্তান্তর করেন বাংলাদেশে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের প্রধান আবদুল আজিজ আল মানিয়ার।


এ সময় বাংলাদেশে সৌদি ধর্মবিষয়ক কর্মকর্তা ড. মাহদি ধাফার আল মুগিবাহ, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।


এ সময় এক আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধের কথা তুলে ধরেন। বিশেষত হজ পালন ও কর্মসংস্থান বিষয়ে সৌদি আরবের আন্তরিকতার প্রশংসা করা হয়। আগামী দিনেও ভ্রাতৃপ্রতিম দুই দেশ পরস্পরকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আলোচনায় উল্লেখ করা হয়।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com