শিরোনাম
সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুনর্বহালের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৭:০৭
সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুনর্বহালের দাবিতে মানববন্ধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড পুনর্বহালসহ ৮ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান অ্যান্ড ট্রান্সপোর্ট এজেন্সি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা।


মানববন্ধনে বক্তারা বলেন, সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ডটি পুনর্বহাল করতে হবে। বিকল্প ব্যবস্থা না করে ট্রাক স্ট্যান্ডটি সরানোর ফলে সাধারণ মালিক-শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। কোথাও গাড়ি রাখার স্থান না থাকায় পুলিশ হয়রানি ও মামলার স্বীকার হতে হচ্ছে।


তারা বলেন, রাজধানীসহ প্রতিটি জেলায় জরুরি ভিত্তিতে ট্রাক টার্মিনাল ও প্রয়োজনমত ট্রাক স্ট্যান্ড করে দিতে হবে। বিকল্প ব্যবস্থা না করে তেজগাঁও, গাবতলী, বালুঘাট, কমলাপুরসহ কোথাও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা চলবে না।


মানবন্ধনে পরিষদের সদস্য সচিব কাউছার আহমেদ পলাশ বলেন, শ্রমিকদের পেটে লাথি মেরে সায়েদাবাদ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের ফলে ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে। আগামী ৬ নভেম্বরের মধ্যে যদি আমাদের ৮ দফা দাবি না মানা হয় তাহলে অনির্দিষ্টকালের সড়ক-পরিবহন ধর্মঘট পালন করা হবে।


৮ দফা দাবিগুলো হলো- সায়বাদ ট্রাক স্ট্যান্ড পুনর্বহাল করা, প্রয়োজনীয় ট্রাক স্ট্যান্ডের ব্যবস্থা করা, লোড আনলোডের সুবিধা প্রদান, ট্রাকসহ অন্য যানবাহনের বাম্পার সাইড ও সাইড এঙ্গেল খোলার আদেশ প্রত্যাহার করা, মডেল অজুহাতে গাড়ি বাতিল প্রত্যাহার করা, পুলিশি নির্যাতন ও চাঁদাবাজি বন্ধ করা, ওজনসীমা পরিবর্তন করা, লাইসেন্স নিয়ে হয়রানি বন্ধ করা ও গাড়ির কাগজ নবায়নের সুযোগ প্রদান করা।


মানববন্ধনে আয়োজক সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান, সদস্য সচিব কাউসার আহমেদ পলাশসহ অন্য সদস্যরা বক্তব্য বক্তব্য দেন।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com