শিরোনাম
স্কুল সভাপতির অপসারণ দাবিতে শ্যামপুরে বিক্ষোভ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৭:২৯
স্কুল সভাপতির অপসারণ দাবিতে শ্যামপুরে বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শ্যামপুর বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডুর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


বৃহস্পতিবার সকাল থেকে ১০টা থেকে দুুপুর ১টা পযর্ন্ত শিক্ষা প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন কয়েক শতাধিক অভিভাবক ছাত্রছাত্রী ও স্থানীয়রা।


তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি ছিলেন। সে সময় তিনি স্কুল ফান্ড থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। নানা অজুহাতে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করতেন। পরে দুনীর্তির দায়ে তাকে অপসারণ করা হয়।


কিন্তু স্কুলটি কলেজে রূপান্তরিত হওয়ার পর গভর্নিং বডি গঠন না করে কয়েকদিন আগে সেই রফিকুল ইসলাম ঠান্ডুকে সভাপতি করে ঢাকা শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি গঠন করে দেয়। কিন্তু এলাকাবাসী ও স্কুলের অভিভাবকরা সভাপতি হিসেবে রফিকুল ইসলামকে মেনে নিতে না পেরে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করে।


এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিবার্তাকে বলেন, বাংলাদেশের কোনো কলেজে ম্যানেজিং কমিটি আছে বলে আমাদের জানা নেই। আমরা জানি স্কুলে ম্যানেজিং কমিটি থাকে। আর কলেজ হলে থাকে গভর্নিং বডি। কিন্তু কয়েকদিন আগে ঢাকা শিক্ষ বোর্ড থেকে মহাদুর্নীতিবাজ রফিকুল ইসলামকে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করে দেয়। আমরা এই ম্যানেজিং কমিটি মানি না। বিশেষ করে রফিকুল ইসলাম ঠান্ডুকে শ্যামপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে আমরা কেউ মানি না। তাকে স্কুলে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।


স্কুলের অভিভাবক গিয়াস উদ্দীন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশে বলেন, কোন আইনে রফিকুল ইসলাম ঠান্ডুর মতো একজন অসৎ, দুর্নীতিবাজ লোক ম্যানেজিং কমিটির সভাপতি করলো আমরা জানতে চাই। বাংলাদেশের কোনো কলেজে ম্যানেজিং কমিটি আছে?


তিনি বলেন, আমরা রফিকুল ইসলাম ঠান্ডুকে কোনোভাবে শ্যামপুর হাই স্কুল অ্যান্ড কলেজের মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে মেনে নিতে পারবো না। তার মতো দুর্নীতিবাজ লোককে আমরা কলেজে ঢুকতে দেবো না।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com