শিরোনাম
মহাধুমধামে বেআইনি প্রতিযোগিতা!
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৮:৩০
মহাধুমধামে বেআইনি প্রতিযোগিতা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে কোনো প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন লংঘন করলে অনধিক এক লক্ষ টাকা অর্থদন্ড বা অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদন্ড বা উভয় দন্ডের বিধান বলবৎ আছে। তারপরও বন্ধ করা যাচ্ছে না ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)-এর বেআইনি প্রতিযোগিতা ‘ব্যাটল অব মাইন্ড’।


আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বেআইনি প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে। ইতোমধ্যে রেজিস্ট্রেশন ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশ থেকে ২০০জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনয়ন দিয়েছে কোম্পানিটি।


ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই প্রতিবছর এই মৃত্যুবিপণন প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূলত প্রশাসনের উদাসীনতার কারণেই প্রতিবছর এই আয়োজন করতে পারছে বিএটিবি। সূত্র : টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম @ প্রজ্ঞা


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com