শিরোনাম
পাঠ্যপুস্তকে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়েছে
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৩৩
পাঠ্যপুস্তকে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের মাধ্যমে কোমলমতি শিশুরা মৌলবাদী ধ্যান-ধারণা গড়ে উঠবে।

 

পাঠ্যপুস্তকের সমস্যা সমাধানে করণীয় নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষাবিদ বক্তব্য দেন।  

 

শিক্ষাবিদরা বলেন, এটি বিগত আইয়ুব সরকারের সময়ে বাংলা বই-পুস্তকে শ্মশানের স্থলে গোরস্তান এবং জলের স্থলে পানি প্রতিস্থাপনের মতো। তারা এর সমাধানে একমুখী শিক্ষাসহ চারটি প্রস্তাব পেশ করেছেন।

 

বিবার্তা/বিপ্লব/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com