শিরোনাম
রাজধানীতে শীতার্তদের সহযোগিতায় জবি শিক্ষার্থীরা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৭
রাজধানীতে শীতার্তদের সহযোগিতায় জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় মানবেতর জীবন-যাপন করছে কত শ্রেণির মানুষ। তাদের কথা বলার ও আর্তনাদ শোনার কেউ নেই। কনকনে শীতে তারা কীভাবে রাত্রিযাপন করছে তা দেখতে এবং সহযোগিতা করতে শুক্রবার রাতে রাস্তায় নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল তরুণ শিক্ষার্থী।


জবির নড়াইল জেলা ছাত্র কল্যাণের উদ্যোগে ঢাকার রাস্তায় মানবেতর জীবন-যাপনকারীদের কম্বল দিয়ে সহযোগিতা করেন শিক্ষার্থীরা। এ লক্ষে রাত ১০টার দিকে জবি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত যাত্রা করেন তারা। এসময় রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদেরকে একটি করে কম্বল দিয়ে সহায়তা করেন তারা।


ছাত্রকল্যাণের সভাপতি সৈকত বলেন, আমাদের লক্ষ্য ঢাকার রাস্তায় শীতার্তদের খুঁজে বের করে সহযোগিতা করা। ক্ষুদ্র পরিসরে আমাদের এ যাত্রা। ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা করতে পারব বলে আশা করি।


শনিবার কারওরান বাজার ও এর আশ-পাশের এলাকায় শীতার্তদের সাহায্য করবেন বলে জানান তিনি।


বিবার্তা/আদনান/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com