শিরোনাম
ভিয়েতনাম রাষ্ট্রদূতের সাথে বোয়াফ সভাপতির সাক্ষাৎ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৭, ২২:৩৮
ভিয়েতনাম রাষ্ট্রদূতের সাথে বোয়াফ সভাপতির সাক্ষাৎ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকায় ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত ত্রান ভান খোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।


সোমবার সকাল সাড়ে ১১টার দিকে গুলশান মডেল টাউনে সাক্ষাৎ করেন বলে বোয়াফ'র প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।


ভিয়েতনাম বাংলাদেশের মতোই মাছ-ভাতের দেশ। দুটি দেশেরও অনেক মিল রয়েছে। স্বাধীনতার জন্য বাংলাদেশ যেমন ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ নারীর সম্ভ্রম বিনাশ হয়েছে; তেমনি ভিয়েতনামও প্রথমদিকে ফরাসিদের সাথে যুদ্ধ এবং পরবর্তীতে চূড়ান্ত বিজয় অর্জন করে বিশ্বের এক নম্বর সামরিক ও অর্থনৈতিক শক্তি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রকে শোচনীয়ভাবে পরাজিত করার মাধ্যমে। ইতিহাস রচিত দুই দেশের স্বাধীনতা যুদ্ধের বিষয়াদি ও চূড়ান্ত বিজয় অর্জন নিয়ে আলোচনা হয়।


বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০১৫ সালে ভিয়েতনাম সফর, ২০১৫ সালে ভিয়েতনামের সাথে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার একই, মাথাপিছু আয়সহ পর্যটন ও ব্যবসার জন্য বাংলাদেশ অত্যন্ত চমৎকার এবং নিরাপদ বলে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেন বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময়।


ষাট ও সত্তরের দশকে ভিয়েতনামে মুক্তির আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন যখন জোরদার হয়েছে, তখন বাংলাদেশের ছাত্রছাত্রীরা সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।


১৯৭৩ সালের ১ জানুয়ারি ভিয়েতনামে মার্কিন বোমা হামলার যে প্রতিবাদ মিছিল হয়েছিল, তাতে পুলিশের গুলিতে মতিউল ও কাদের নামে দুই ছাত্রের মৃত্যু হয়। তাদের স্মরণে রাজধানীর তোপখানা রোডে এখনও রয়েছে স্মৃতিস্তম্ভ; তা মনে করিয়ে দিয়ে ভিয়েতনামের নতুন প্রজন্মকে বাংলাদেশ সফল করার জন্য ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়ার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com