শিরোনাম
প্রতিবন্ধী সংক্রান্ত ১৪টি উদ্ভাবনের প্রদর্শনী
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৭, ২১:০০
প্রতিবন্ধী সংক্রান্ত ১৪টি উদ্ভাবনের প্রদর্শনী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সার্ভিস ইনোভেশন ফান্ড প্রাপ্ত প্রতিবন্ধী সংক্রান্ত ১৪ টি উদ্ভাবনের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে সার্ভিস ইনোভেশন ফান্ড প্রাপ্ত প্রতিবন্ধী সংক্রান্ত ১৪ টি উদ্ভাবনের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম।



অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি)। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান, ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী এবং সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়্যারম্যান প্রফেসর ড. প্রাণ গোপাল দত্ত।


আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, এনডিসি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আকবর/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com