শিরোনাম
কবি/নেতা নই, আমি কেবলই আসামি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ০৯:৩৪
কবি/নেতা নই, আমি কেবলই আসামি
শারমিন জাহান
প্রিন্ট অ-অ+

সাগর, পাহাড়, জোছনা, বৃষ্টি
দূর দিগন্তরেখায় পেঁজা তুলোর মতো নরম মেঘ,
সবুজ ধানক্ষেতে পূবালী বাতাসের ঢেউ;
টিএসসির জন কোলাহলে প্রেমিক জুটির
দুষ্ট -মিষ্টি খুনসুটি-থেকে
নিজ থেকেই ধরা দিয়েছে কতো হাজারো শব্দ।


আমিও বুঝে না বুঝেই একের পর এক
সেগুলো সাজিয়েছি কবিতার সুনিপুণ মায়াজালে।
কখনো একটিবার দাবি করিনি আমি কবি।
আমি জানি আমি কবি নই।
জাতির পিতার আদর্শিক রাজনীতির
একজন নগন্য কর্মী হিসাবে
হাতের মুঠোয় প্রাণ নিয়েছিলাম।
নিবেদন করেছিলাম প্রথম যৌবনের শ্রেষ্ঠ সোনালি সময়।
মিছিল, স্লোগান, আন্দোলন আর হামলায়


জয় বাংলার আবেগ আর উচ্ছ্বাসে
সুখ শান্তি আর সুন্দর ভবিষ্যতের দিশা ভুলেছিলাম।
তবুও কখনো দাবী করিনি আমি নেতা।
আমি জানি আমি নেতা নই।


প্রিয়তম স্বামী-সন্তান আর সুখের সংসার ছেড়ে
সেবার ব্রতে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম অকাতরে।
ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ার প্রত্যয়ে;
জাতির কাঙ্ক্ষিত সন্তান হিসাবে এগিয়েছিলাম বহুদূর।


অসৎ, বিভ্রান্তি, মোহ আর কালো টাকার
ছায়া মাড়াইনি কখনো মনের ভুলেও;
শুধু চেয়েছিলাম একজন ভালো মানুষ হিসাবে কবরে যেতে।
কবর! এখনো সে আরো কতদূরে ঠিক জানি না,
কিন্তু এ জাতির চোখে
আজ আমি কেবলই অপরাধী!
আজ আমি তিন দিনের রিমান্ড প্রাপ্ত দাগী আসামী।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com