শিরোনাম
মানুষের মস্তিষ্ক কতজনের মুখ মনে রাখে?
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৩
মানুষের মস্তিষ্ক কতজনের মুখ মনে রাখে?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একজন মানুষ ঠিক কতজনের চেহারা মনে রাখতে পারে? ব্যাপারটি ভাবার বিষয়। যে কাউকে জিজ্ঞেসা করলেই সহজে কেউ বলতে পারবেন না। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষকদের দল ঠিক এই বিষয়ের ওপরেই একটি গবেষণা করেছেন। তাদের গবেষণার বিষয় ছিলো, একজন মানুষ তার জীবনে কতজন মানুষের মুখ মনে রাখতে পারেন? গবেষণার ফল রীতিমত চমকে দেয়ার মতো। উত্তরটা একটি, দুটি নয়। কমপক্ষে ৫ হাজার মানুষের মুখ মনে রাখতে পারে একজন সাধারণ ব্যক্তির মস্তিষ্ক।


জিনিয়াস অথবা উচ্চ মেধাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে সংখ্যাটা পাল্টে হয়ে যায় ১০ হাজার। হ্যা ঠিক এমনটাই বলছে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেই গবেষণার ফল।


নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেই গবেষকেরা ২৫ জন ছাত্রছাত্রীর ওপর এই গবেষণা চালান। ছাত্রছাত্রীর দলটিকে বলা হয় দৈনন্দিন জীবনে কতজন মানুষের মুখ তারা মনে করে বলতে পারবেন?


জরুরি নয় যে সেই মানুষটি তাদের খুব পরিচিত হতে হবে অথবা তার নামও তাদের জানতে হবে। শুধু মানুষটির মুখ মনে করতে পারছেন কিনা সেটাই জানতে ও দেখতে চেয়েছিলেন এই গবেষকের দল। এরপর গবেষণার পরবর্তী পর্যায়ে সেই ছাত্রছাত্রীর দলকে কতজন নামি ব্যক্তিত্বর মুখ তাদের মনে আছে সেই প্রশ্ন করা হয়। এর সঙ্গে সমাজ ও দেশের বিভিন্ন নামি ও খ্যাতনামা ব্যক্তির ছবি দেখিয়ে প্রশ্ন করা হয় সেইসব বিখ্যাত ব্যক্তিদের মধ্যে কতজনকে তারা চিনতে পারছেন।


এমনকি, ছাত্রছাত্রী দলের প্রত্যেককে গবেষকের দল একটি ব্যক্তির দু’রকমের ভিন্ন ছবি দেখান। যাতে তাদের উত্তরের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। গবেষণার শেষে এক সমীক্ষায় দেখা যায়, ২৫ জন ছাত্রের মধ্যে গড়পড়তা সবাই চেনা মুখের অন্তত ৩৬২টি মুখ মনে করতে পেরেছেন ওপরদিকে নামি ব্যক্তিত্বদের মুখ মনে রাখার সংখ্যাটা ২৯০ ছুঁয়েছে।


বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রধান ডঃ রব জেকিন্স জানিয়েছেন, তাদের গবেষণার মূল লক্ষ্য ছিল একজন ব্যক্তি কতজন মানুষের মুখ মনে রাখতে পারছেন তার অনুসন্ধান করা তবে মানুষের মস্তিস্ক কতজন মানুষের মুখ মনে রাখতে পারবে সেই উত্তরের সন্ধান তারা এখনো পাননি।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com