শিরোনাম
শিডিউল বিপর্যয়ের মধ্যেই ট্রেন চলবে: রেল সচিব
প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৬:৩৮
শিডিউল বিপর্যয়ের মধ্যেই ট্রেন চলবে: রেল সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খুশির ঈদযাত্রা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। প্রতিটি ট্রেনই ৫ থেকে ১০ ঘণ্টা দেরি করে ছাড়ছে। শিডিউল বিপর্যয়ে বিপাকে পড়েছেন পরিবার পরিজন নিয়ে আসা যাত্রীরা।


এদিকে, রেল সচিব জানিয়েছেন, শিডিউল বিপর্যয়ের মধ্যেই ট্রেন চলবে। তবে যাত্রীরা চাইলে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।


প্রিয়জনের সান্নিধ্য পেতে বাড়ির পানে ছুটলেও, রেলের শিডিউল বিপর্যয়ের কাছে হার মানতে হয়েছে হাজার হাজার যাত্রীকে। ট্রেনের অপেক্ষায় ক্লান্ত মানুষের ভিড় এখন পুরো প্লাটফর্ম জুড়ে। আনন্দের ঈদ যাত্রা মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে।


কয়েকজন যাত্রী বলেন, তারা আমাদের সঙ্গে সঠিক সময়টা শেয়ার করছেন না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।


ট্রেনের সময়সূচি বিপর্যয়ের অজুহাত হিসেবে, শুক্রবারের বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে রেলের লাইনচ্যুত হওয়ার ঘটনাকে দায়ী করলেন কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম।


তিনি বলেন, শুক্রবার সুন্দরবন এক্সপ্রেসটি বঙ্গবন্ধু সেতুর পূর্বে লাইনচ্যুত হওয়ায় পশ্চিমবঙ্গের সব ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। প্রতিটি ট্রেন ছয় থেকে আট ঘণ্টা বিলম্বে আসছে।


যাত্রীদের রেলের শিডিউল জেনে স্টেশনে আসার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com