শিরোনাম
পশুর হাটে ডোনাল্ড ট্রাম্প-ডন-টাইগার
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫৬
পশুর হাটে ডোনাল্ড ট্রাম্প-ডন-টাইগার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল আজহার আর বাকি দুই।তাই রাজধানীর কোরবানীর পশুর হাট জমতে শুরু করেছে।শুক্রবার আবহাওয়া ভালো থাকায় পশুর হাটে ক্রেতা সমাগম হয়েছে অনেক।


তারই ধারাবাহিকতায় কোরবানি হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প। থাকছে মাফিয়া ডন আর টাইগারও। ভয় পাবে না।ক্রেতা আকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কোরবানির পশুগুলো।১৫ থেকে ২৫ লাখ টাকা হাঁকা হচ্ছে এসব আকর্ষণীয় গরুর দাম। তবে শুধু আকর্ষণ আর বাহারি রঙ-চং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই কেনার পরামর্শ পশু বিশেষজ্ঞদের।


ডোনাল্ড ট্রাম্প নাম, চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি রাখা হয়েছে এমন নাম।কোরবানির হাটের জন্য প্রস্তুত করা ১ হাজার ২০০ কেজির এই গরুটির দাম হাঁকা হচ্ছে ১৪ লাখ।


পাবনা থেকে রাজধানী বসিলা হাটে এসেছে টাইগার।এক নজর দেখতে তাই বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা। সেলফি তুলতে ভোলেননি অনেকে।


২৫ লাখ টাকা দাম হাঁকানো টাইগারটি বড় করতে সময় লেগেছে পাঁচ বছর।তবে আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ গরুর মালিক।


হেলে দুলে নিজের ভঙ্গিতে হাঁটাচলা পছন্দ ডনের।কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার।তার দেখাশোনায় কোনো কমতি রাখছেন না পরিচর্যাকারীরা।


কৃষি গবেষক নজরুল ইসলাম বলেন, গরু কেনার আগে প্রথমে দেখতে হবে গরু দেশী কিনা।দ্বিতীয়ত দেখতে হবে তার অঙ্গ-পতঙ্গ ঠিক আছে কিনা।


সরকারি তথ্য মতে, এ বছর কোরবানির চাহিদা আছে প্রায় ১ কোটি গরুর।দেশে গরু মজুত আছে ১ কোটি ১৫ লাখ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com