শিরোনাম
বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ
প্রকাশ : ২২ জুলাই ২০১৯, ১৩:৫৬
বিআরটিসি চেয়ারম্যান অবরুদ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়াকে তার নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন চালক ও শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধ না করায় তারা চেয়ারম্যানের কার্যালয়ে তালাবদ্ধ করে দেন।


প্রায় ১১ মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার (২২) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চালক-শ্রমিকরা চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন। তারা ফরিদ আহমদ ভূঁইয়ার গাড়ির হাওয়াও ছেড়ে দেন।


শ্রমিকদের দাবি, পাওনা টাকা না দিলে চেয়ারম্যানকে তারা ভবন থেকে বের হতে দেবেন না। বিআরটিসির একজন চালক অভিযোগ করেন, চেয়ারম্যানের কারণেই ভারত থেকে নিম্নমানের বাস আনা হয়েছে। সেই বাসগুলো তিনি টাকার বিনিময়ে বহিরাগতদের হাতে ছেড়ে দিয়েছেন।


এদিকে বিআরটিসি কার্যালয়ে ফরিদ আহমদ ভূঁইয়ার শেষ কর্মদিবস সোমবার। বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদফতরে বদলি করা হয়েছে।


তার পরিবর্তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব রহমত উল্লাহ মো. দস্তগীরকে।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com