শিরোনাম
খাদিজাকে ভারত নেয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ২১:৫৭
খাদিজাকে ভারত নেয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার
খলিলুর রহমান
প্রিন্ট অ-অ+

সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে কথিত প্রেমিকের হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসকে ভারত নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বুধবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে বিবার্তার এই প্রতিবেদকের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন আহত খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।


তিনি বলেন, ‘ডাক্তার খাদিজাকে ৭২ ঘন্টা পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখবে। এ সময় খাদিজার অবস্থার উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাব।’


রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাদিজার অবস্থা সংকটাপন্ন।


আব্দুল কুদ্দুস দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘খাদিজা খুব ভালো ও লাজুক মেয়ে ছিলো। সে কখোনো কারো সাথে ঝামেলা করতো না। আমরা চাই আমাদের খাদিজা আমাদের কাছে ফিরে আসুক।’


গতকাল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ছুটে যাচ্ছেন। এছাড়াও খাদিজার সর্বশেষ অবস্থা জানতে গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান করছেন।


অপরদিকে, অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম শারাবান তহুরার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খাদিজার উপর হামলাকারী ছাত্রলীগ নেতা ও কথিত প্রেমিক বদরুল আলম। বুধবার বিকেলে জবানবন্দী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরপর কড়া পুলিশি প্রহরায় তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।


এর আগে বুধবার দুপুরে হাসপাতাল থেকে এই আসামিকে নিজেদের জিম্মায় নিয়ে আদালতে হাজির করে শাহপরান থানা পুলিশ।


এদিকে, সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে কোপানো তার কথিত ‘প্রেমিক’ বদরুলের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো সিলেট নগরী। বদরুলের ফাঁসির দাবিতে গতকাল সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।


বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখীতে ‘সদর উপজেলার সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে একই কাতারে বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ-বিএনপির নেতারা।


ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।


এদিকে, বদরুল আলমের শাস্তির দাবিতে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। একপর্যায়ে তারা জিন্দাবাজার-চৌহাট্টা সড়ক অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে চলে যান তারা।


প্রসঙ্গত, গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমার মুনিরজ্ঞাতি গ্রামে। তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।


আর খাদিজা সদর উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। তিনি পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকার বসবাস করেন।


বিবার্তা/খলিল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com