শিরোনাম
ঢাকায় সাড়ে ছয় হাজার বাড়ি পরিত্যক্ত: গণপূর্তিমন্ত্রী
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ২১:১৩
ঢাকায় সাড়ে ছয় হাজার বাড়ি পরিত্যক্ত: গণপূর্তিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা শহরে ৬ হাজার ৪৭১টি বাড়ি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।


বুধবার জাতীয় সংসদে এম এ মালেক এমপির এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


তিনি জানান, রাষ্ট্রপতির আদেশ ১৬/৭২, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে জারিকৃত অফিস আদেশ অনুসারে পরিত্যক্ত বাড়ি শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়ে থাকে।


সিরাজগঞ্জ-৩ গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন এমপির লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্যদের অনুকূলে পূর্বাঞ্চল নতুন প্রকল্পে ১৫৫ টি এবং সম্প্রসারিত উত্তরা তৃতীয় পূর্ব প্রকল্পে ৮৩ টি প্লট বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়াও ঝিলমিল আবাসিক প্রকল্পে ১৯ জন এমপির অনুকূলে প্লট বরাদ্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সরকারি প্লট না পাওয়া সংসদ সদস্যদের তালিকা রাজউকে সংরক্ণন নেই বলেও জানান তিনি।


মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাজধানী উন্নয়ন কর্তৃক (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভূমি উন্নয়ন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ পূর্বক পূর্ণাঙ্গ শহর হিসেবে আগামী ২০১৮ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বর্তমানে প্রকল্পের উন্নয়নলূক কাজ প্রায় ৬০ শতাংশ বাস্তবায়িত হয়েছে। প্রকল্পে প্রায় ২৫ হাজার প্লটের মধ্যে প্রায় ১৩ হাজার প্লট বরাদ্দগ্রহীতাদের মধ্যে হন্তান্তর করা হয়েছে। ২০১৫ সালের জুলাই হতে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ইমারত নির্মাণের জন্য নকশা অনুমোদন কার্যক্রম শুরু হয়েছে। ডেসকো কর্তৃক বিদ্যুতায়ন কার্যক্রম চলমান আছে। পানি ও পয়ঃনিষ্কাসনের কাজ চলছে। এছাড়াও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মন্দির প্যাগোডা, খেলার মাঠ, লেক, স্টেডিয়াম, কনফারেন্স সেন্টার, গলফ ক্লাব, ফাইভ স্টার হোটেল, বাস টার্মিনাল, হাসপাতাল, কাঁচাবাজার, ইকোপার্ক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস স্টেশন ইত্যাদি সুবিধাসহ আনুষঙ্গিক সকল সুবিধাদির সংস্থান রেখে প্রকল্প প্রণয়ন করা হয়েছে।


মো. নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দশম সংসদের এমপিদের মধ্যে যাদের ঢাকায় বসবাসের জন্য নিজস্ব জায়গা নেই তাদের বরাবরে বর্তমানে কোনো প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেই। তবে পরবর্তীতে রাজউক কোনো প্রকল্প গ্রহণ করলে এমপিদের মধ্যে প্লট বরাদ্দের বিষয়টি বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।


সংরক্ষিত মহিলা আসনের সদস্য উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষদের মাঝে স্বল্প খরচে ফ্ল্যাট বরাদ্দের লক্ষ্যে ঢাকার মিরপুর ১১ নং সেকশনে একটি, জাতীয় গৃহায়ণ কতৃপক্ষের নিজস্ব অর্থায়নে মিরপুর ১১ নং সেকশনে আরো একটি, খুলনার বয়রাতে একটি, কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ পৌর এলাকায় বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট ৫ হাজার ৭০০ ইউনিট বাসস্থান উন্নয়ন গ্রহণ করেছে। বর্তমানে প্রকল্পগুলো অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রাসেল/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com