শিরোনাম
‘বিদেশগমনেচ্ছুরা যাতে প্রতারিত না হয় তা নিশ্চিত করুন’
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ২১:০২
‘বিদেশগমনেচ্ছুরা যাতে প্রতারিত না হয় তা নিশ্চিত করুন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সৌদি আরব ও মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীরা যেন দালালের হাতে প্রতারিত না হয় এবং নির্ধারিত ওই দু’দেশে যেতে পারে তা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।


এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশগামী কর্মীদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, নানা ধরণের হয়রানির শিকার হতে হয়, এ সকল বিষয়ে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদেরকে নিয়ে এর সমাধান করার বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।


বুধবার জাতীয় সংসদের কমিটির ১৪তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মো. ইসরাফিল আলম, মো. আয়েন উদ্দিন ও মাহজাবীন মোরশেদ বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন।


বৈঠকে ‘বিদেশ গমনেচ্ছুরা দালাল দ্বারা প্রতারিত হয়ে সর্বস্বান্ত’মর্মে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কমিটির সদস্যগণ।


বৈঠকে সম্প্রতি সৌদি আরব ও মালয়েশিয়ায় কর্মী প্রেরণ বিষয়ে মন্ত্রণালয়ের পদক্ষেপ, ইতালী শ্রমবাজার পুণরায় উন্মুক্তকরণে ইতালী ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদন, গামকা অফিস, গুলশান, ঢাকাকে স্থানান্তর/বিকেন্দ্রীকরণ এবং গাজীপুরের কড্ডা নন্দন-এ আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টারের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং যথাসম্ভব দ্রুত এসব কার্যক্রম শেষ করার কথাও বলে কমিটি।


বিবার্তা/রাসেল/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com