শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে গৌরব’৭১ এর বিক্ষোভ শুক্রবার
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৫:২৪
ডেঙ্গু প্রতিরোধে গৌরব’৭১ এর বিক্ষোভ শুক্রবার
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু প্রতিরোধে জরুরী ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সামাজিক, সাংস্কৃতিকও গবেষণাধর্মী সংগঠন গৌরব’৭১।


শুক্রবার(১২ জুলাই) বেলা ১১টায় রাজধানীর শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।


উল্লেখ্য, হঠাৎ করে রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ রেড়েছে।ঢাকার বিভিন্ন জায়গা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা ভিড় করছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নর্দান হাসপাতাল, পপুলার হাসপাতাল, ইবনে সিনা, মিডফোর্ডসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছে।


রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় ১০৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। যা প্রতি ঘণ্টায় চারজনেরও বেশি মানুষের শরীরে নতুন করে এ জ্বরের জীবাণু প্রবেশ করছে। চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে ৭৪৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।রাজধানীর ৩০টি হাসপাতাল থেকে এ তথ্য সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com