শিরোনাম
পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান
প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১৮:৩৯
পদ্মা সেতু নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতু নিয়ে একটি কুটক্রী মহলের গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।


পদ্মা সেতু নির্মাণ কাজ পরিচালনায় মানুষের মাথা লাগবে বলে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চালাচ্ছে তা সেতু কর্তৃপক্ষের নজরে এসেছে।



সেতু কর্তৃপক্ষ স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছে, এটা একটি গুজব।এমন অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ।এ ধরণের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।


উল্লেখ্য, পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।মূল সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ২৯২টি পাইল সম্পন্ন হয়েছে।৪২টি পিয়ারের মধ্যে ইতিমধ্যে ৩০টি পিয়ারের কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১৪টি স্প্যান বসানো হয়েছে, যা এখন দৃশ্যমান।


গত ৩০ জুন পর্যন্ত সেতুর বাস্ত কাজের অগ্রগতি ৮১ শতাংশ, নদীশাসন কাজের অগ্রতি ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com