শিরোনাম
বাকরুদ্ধ শাকিলের বাবা-মা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৬, ২১:২৭
বাকরুদ্ধ শাকিলের বাবা-মা
ফাহিম মো. শাকিল
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের আকস্মিক মৃত্যুতে ময়মনসিংহে শোকের ছায়া নেমে এসেছে। পুত্রের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন পিতা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা।


পুত্রের অকাল মৃত্যুতে থেমে থেমেই হাও-মাও করে কেঁদে উঠছেন অসুস্থ পিতা। বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা নুরুন্নাহার খান। সন্তানের এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।


কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়-স্বজন, দলীয় লোকজন ও এলাকাবাসী। পুরো শহরজুড়ে যেন শোকের মাতম। প্রিয় মানুষটির এমন আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।


এদিকে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে শহরের বাঘমারা রোডের বাসায় ভীড় জমান সর্বস্তরের হাজারো মানুষ। ছুটে যান ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, পৌর মেয়র ইকরামুল হক টিটু, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আমীর আহম্মেদ চৌধুরী রতন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, আওয়ামী লীগ নেতা ইউসুফ খান পাঠান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।


এদিকে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিলের মরদেহ বুধবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে। সেখানে নামাজের জানাযা শেষে হেলিকপ্টারযোগে ময়মনসিংহে আনা হবে এবং বাদ আছর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে মরদেহ শহরের ভাটিকাশর কবরস্থানে দাফন করা হবে।


তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশ ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা।


বিবার্তা/শাকিল/মনোজ


>>ঢাবিতে শাকিলের প্রথম জানাজা বেলা ১১টায়


>>শাকিলের মরদেহ বারডেমে


>>শাকিলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


>>শাকিলের মৃত্যু : ৬ জনকে থানায় নিয়েছে পুলিশ


>>প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন


>>শাকিলের মৃত্যুতে যুবলীগের শোক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com