শিরোনাম
'বছরে প্রতিটি উপজেলায় ২টি করে মসজিদ পাঠাগার হচ্ছে'
প্রকাশ : ২৩ জুন ২০১৯, ২০:২৩
'বছরে প্রতিটি উপজেলায় ২টি করে মসজিদ পাঠাগার হচ্ছে'
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, প্রতিটি উপজেলায় বছরে ২টি করে মসজিদ পাঠাগার স্থাপন করা হচ্ছে।


রবিবার সংসদে সরকারি দলের দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।


তিনি বলেন, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এসব পাঠাগার প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় ১টি করে বিদ্যমান মসজিদ পাঠাগারে পুস্তক সংযোজন করা হচ্ছে। এর অংশ হিসেবে বছরে ৪টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করে ১৫ হাজার টাকা মূল্যের বই সরবরাহ করছে।


তিনি বলেন, এর বাইরে জেলা উপজেলা পর্যায়ে ৫৫৫টি মডেল মসজিদ পাঠাগারের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শেখ মো. আব্দুল্লাহ সরকারি দলের মাহফুজুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে বলেন, দেশের প্রতি জেলা- উপজেলায় একটি করে ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com