শিরোনাম
‘ ভিটামিন এ ক্যাপসুলের মান আগেই নিশ্চিত করা হয়েছে’
প্রকাশ : ২২ জুন ২০১৯, ১৩:০১
‘ ভিটামিন এ ক্যাপসুলের মান আগেই নিশ্চিত করা হয়েছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে ও দেশের বাইরে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে মান নিশ্চিত হয়েই এবার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।


শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।


ওষুধের মান নিয়ে প্রশ্ন তোলার কারণ নেই মন্তব্য করে তিনি অভিভাবকদের নিশ্চিন্তে ক্যাম্পেইনে অংশ নেয়ার অনুরোধ করেন।


এবার সারা দেশে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিভিন্ন কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে বিকেল ৪টা পর্যন্ত।


এসময় তিনি বলেন, এবার মান নিয়ে কোনো প্রশ্ন নেই। আমরা নিজেরা দেখেছি এবং বিভিন্নভাবে দেশে ও দেশের বাইরে টেস্ট করা হয়েছে।


বিবার্তা/আকবর


>>দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com