শিরোনাম
ডিআইজি মিজান বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১৫:৫১
ডিআইজি মিজান বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেচেন, ডিআইজি মিজান আইনের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।


তিনি বলেন, তদন্তের সুবিধার্থে তাকে এরই মধ্যে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা হচ্ছে।


সচিবালয়ে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও সংস্থা সমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা তো সবই দেখছেন, ডিআইজি মিজান- সে অলরেডি সাসপেন্ড হয়েছে, ওএসডি হয়ে পড়ে রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


তিনি বলেন, কোনোভাবেই ছাড় পাবেন না পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কেউই আইনের ঊর্ধ্বে নয়।


এদিকে মিজানের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর। এই মধ্যে তিন সদস্যের এ কমিটি ঘুষের অর্থের উৎস সম্পর্কে জানতে অনুসন্ধানও শুরু করেছে।


নারী কেলেঙ্কারিসহ দুর্নীতির বেশ কিছু অভিযোগে পুলিশের ডিআইজি মিজানের বিরুদ্ধে যখন দুদকের তদন্ত চলছে, তখনই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে আবারো আলোচনায় তিনি।


দুদকের তদন্ত প্রতিবেদন নিজের পক্ষে নিতে ঘুষে দেয়ার কথা স্বীকার করলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে ডিআইজি মিজান।


মঙ্গলবার পুলিশ সদর দফতর জানায়, ঘুষ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। পাশাপাশি খুঁজে দেখা হবে অর্থের উৎস। যদিও প্রতিবেদন জমা দেয়ার ক্ষেত্রে কমিটিকে কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি।


এর আগেও ডিআইজি মিজানের নারী কেলেঙ্কারি তদন্তে গঠিত পুলিশের কমিটি ডিআইজি মিজানের বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ পায়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com