শিরোনাম
গুড়-রুটি বাদ দিয়ে ভুনা খিচুড়ি পাচ্ছেন কারাবন্দীরা
প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৪:২২
গুড়-রুটি বাদ দিয়ে ভুনা খিচুড়ি পাচ্ছেন কারাবন্দীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কারাবন্দীদের খাবারের মেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। গুড় ও রুটি বাদ দিয়ে ভুনা খিচুড়ি দেয়া শুরু হয়েছে।


রবিবার সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন মেন্যু উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জানান, আজ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬ কারাগারে উন্নতমানের নাস্তা পরিবেশন করা হচ্ছে। নতুন তালিকায় কারাবন্দীরা সপ্তাহে ২ দিন পাবেন ভুনা খিচুড়ি, ৪ দিন সবজি-রুটি এবং বাকি ১ দিন হালুয়া-রুটি।


তিনি বলেন, এমন খাবার পেয়ে বেশ উচ্ছ্বসিত কারাবন্দীরা। দীর্ঘ যুগের তালিকা পরিবর্তন করায় তারা প্রধানমন্ত্রীর প্রশংসাও করেছেন।


কারা সূত্রমতে, এর আগে একজন কয়েদি সকালের নাস্তায় ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি) পেত। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।


প্রসঙ্গত, দেশে কারাগার প্রতিষ্ঠার পর থেকেই সকালের নাস্তার তালিকায় ছিল রুটি ও গুড়। ব্রিটিশ আমল থেকে কারাবন্দীদের জন্য বরাদ্দ করা নাশতার সেই মেন্যু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবর্তন হল।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com