শিরোনাম
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ১৪ জুন ২০১৯, ২২:১৫
অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ প্রধানমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সব ধরনের অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯-২০ অর্থবছরের বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন।


সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যের পরে উপস্থিত সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি অনলাইন নিউজপোর্টালের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে লিখিত প্রশ্ন করলে তিনি জানতে চান, এই নিউজপোর্টাল নিবন্ধিত কি না। এ সময় তিনি বলেন, রেজিস্ট্রেশন ছাড়া অনলাইন পত্রিকা চলতে পারে না। যত্রতত্র গজিয়ে উঠছে, নিয়মে আসা প্রয়োজন। এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। আগে অনলাইনগুলো রেজিস্ট্রেশন করেন, পরে উত্তর দেব।


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন করছেন শেখ হাসিনা।


এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রীর হয়ে বাজেট বক্তৃতার একাংশ পড়েন প্রধানমন্ত্রী। আজ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনেও প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com