শিরোনাম
প্রামাণ্য চিত্র দেখে আবেগ প্রবণ প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৩ জুন ২০১৯, ১৫:৫৭
প্রামাণ্য চিত্র দেখে আবেগ প্রবণ প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের শুরুতে ১৮ মিনিটের একটি প্রামাণ্য চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগ প্রবণ হয়ে পড়েন।


বৃহস্পতিবার বেলা ৩টা ৭ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এরপর মূল বক্তব্য শুরু করেন তিনি। শুরুতে বসে বক্তব্য দেন। অসুস্থতাজনিত কারণে মাঝে মধ্যে বসে বাজেট পাঠ করার অনুমতি নেন স্পিকারের কাছে।


এ প্রামাণ্য চিত্রে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলের সামরিক বাহিনী নিযোগে বৈষম্য, সচিবালয়ে সচিব নিয়োগে বৈষম্য, পাকিস্তান আমলের অর্থনৈতিক বৈষম্য, দেশের স্বাধীনতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।


কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর স্পিকার অর্থমন্ত্রীকে বাজেট উপস্থাপনের জন্য আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ সরকারি এবং বিরোধী দলের প্রায় সব সংসদ সদস্য সংসদে উপস্থিত রয়েছেন। উপস্থিত রয়েছেন বিএনপির সংসদ সদস্যরাও।


এর আগে রেওয়াজ অনুযায়ী সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাদা পায়জামা-পাঞ্জাবির ওপর মুজিব কোট পরিহিত অর্থমন্ত্রী মুস্তফা কামাল বাজেট ডক্যুমেন্টস ভর্তি কালো ব্রিফকেস হাতে নিয়ে যখন সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তখন সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তাদের স্বাগত জানান।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com